শিক্ষা কার্যক্রম :
আধুনিক ও দ্বীনী শিক্ষার সমন্বয়ে শিশুদের বুনিয়াদী শিক্ষা দেয়া হয় এ বিভাগে। শিশু শ্রেণি হতে নুরানী ৩য় শ্রেণি পর্যন্ত মোট ৪টি শ্রেণিতে পাঠদান হয়। নূরানী তালিমুল কুরআন বাংলাদেশ প্রণীত সিলেবাস ও শিক্ষানীতি অনুসরণ করা হয় এবং। নুরানী প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকের নিরলস পাঠদানের মাধ্যমে অত্যন্ত সুনামের সাথে এ বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সিলেবাস :
সিলেবাস-নুরানী- শিশু শ্রেণী
সিলেবাস-নুরানী-প্রথম শ্রেণী
সিলেবাস-নুরানী- দ্বিতীয় শ্রেণী
সিলেবাস-নুরানী-তৃতীয় শ্রেণী