জামিয়া মিফতাহুল উলুম ধন্যপুর মাদরাসা
মজলিসে আমেলা বা নির্বাহী কমিটির বৈঠক
এই কমিটি অত্র জামিয়ার সুষ্ঠ পরিচালনার নিমিত্তে শুরা কমিটি কর্তৃক গৃহিত সিদ্ধান্তবলি বাস্তবায়ন করে। জামিয়ার যেকোন বিষয়ে গুরুত্বপূর্ণ জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে। এই বৈঠক সর্বোচ্ছ ক্ষমতা সম্পূর্ণ বিশিষ্ট জনদের আহবানে হয়ে থাকে। শুরা কমিটির সদস্যগণ থেকে নির্বাচিত সদস্য দ্বারা এ কমিটি গঠিত হয়। উক্ত পরামর্শ বৈঠকে মাদরাসার যাবতীয় কাজ-কর্ম পরিদর্শন ও বাস্তবায়ন করে থাকে
এই কমিটিতে সম্মানীত যারা আছেন
ক্র | নাম | পদবী | ঠিকানা | মেয়াদ কাল |
১। | মাস্টার সালেহ আহমদ | সভাপতি | নেয়ামতপুর, সদর, নোয়াখালী | |
২। | আলহাজ হাফেজ মাও. মোশারারফ হোসাইন | সহ-সভাপতি | চর নেয়ামত, রামগতি, লক্ষ্মীপুর | |
৩। | আলহাজ মাও. ইয়াকুব আল জামীল | সেক্রেটারী | ছাদুল্লাহপুর, সদর, নোয়াখালী | |
৪। | মাও. নূরুল আলম | কোষাধ্যক্ষ | সোনাপুর, সোনাগাজী, ফেনী | |
৫। | ||||