সাম্প্রতিক নোটিশ

মজলিসে ইলমী

জামিয়া মিফতাহুল উলুম ধন্যপুর মাদরাসা
একাডেমিক কমিটি বা শিক্ষা সংক্রান্ত কমিটির বৈঠক

মানসম্মত উন্নত শিক্ষা পরিচালনার সাধারণ ও সাময়িক বিষয়াদির সমাধান সংক্রান্ত ব্যাপারে এবং গঠনতন্ত্র অনুযায়ী যাবতীয় একাডেমিক কার্যক্রম তত্ত্বাবধান করে। পাঠ্যসূচী মোতাবেক কিতাব বন্টন, পরীক্ষার তারিখ নির্ধারণ ও পরীক্ষা গ্রহণ এবং তা’লীম-তরবিয়তের মান উন্নয়নে যেকোন জরুরী পরিকল্পনা গ্রহণ করে। জামিয়ার বিজ্ঞ ও যোগ্য শিক্ষক দ্বারা এ কমিটি গঠিত হয়। শিক্ষা সচিব মহদয়ের ডাকে সকল সিনিয়র ও সাধাণ শিক্ষকরাসহ উক্ত শিক্ষা সংক্রান্ত বৈঠকে শিক্ষা উন্নতির জন্য সকলে ভিন্ন ভিন্ন মত বা রায় পেশ করে থাকেন এবং সুষ্ঠ পড়াশোনার পরিবেশ বজায় রাখার জনং সকলকে নব দায়িত্ব অপণ করা হয়।

এই কমিটিতে সম্মানীত যারা আছেন

ক্র নাম পদবী ঠিকানা
হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট