জামিয়া মিফতাহুল উলুম ধন্যপুর মাদরাসা
সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি
উক্ত কমিটিতে দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ দ্বারা গঠিত। জামিয়ার সার্বক্ষণিক তত্ত্বাবধান করে থাকে। জামিয়ার আভ্যন্তরীণ ও বাইরের যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তবলির অনুমোদন দিয়ে থাকে। এই কমিটি মজলিসে আমেলা (নির্বাহী কমিটি) মজলিসে এন্তেজামী (পরিচালনা কমিটি) গঠনের জন্য বাছাইপূর্বক সদস্য নিয়োগ দেয়।
এই কমিটিতে সম্মানীত যারা আছেন
শাইখুল হাদিস আল্লামা নূরুল ইসলাম আদীব সাহেব শাইখুল হাদিস ও মুহতামিম দারুল উলুম আল- হোসাইনিয়া ওলামা বাজার, ফেনী |
হাফেজ মাওলানা আজিজুল্লাহ নওয়াব সাহেব মুহতামিম জামিয়া ইসলামিয়া মাইজদী, নোয়াখালী |
||