সাম্প্রতিক নোটিশ

লক্ষ ও উদ্দেশ্য

জামিয়ার লক্ষ ও উদ্দেশ্য

কুরআন ও হাদীসের সর্বোচ্চ শিক্ষার মাধ্যমে সাহাবোয়ে কেরামের নমুনায় ও সালফে সালেহীনদের প্রদাঙ্ক অনুযায়ী খোদাভীরু একদল যুগপযেকগী সচেতন হক্কানী আলেম হিসাবে গড়ে তোলা । তা’লিম ও ত্বারবীয়তের মাধ্যমে ছাত্রদেরকে দ্বীনদার দেশপ্রেমিক ও দেশ গড়া ও মানবজাতির কল্যানে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা। দাওয়াতের মাধ্যমে সমাজের সর্বস্তরে পূর্ণদ্বীন বাস্তবায়ন ও মুসলিম উম্মাহর হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা। মাতৃভাষা চর্চায় ও সাহিত্যের ময়দানে একদল দূর্বার ,যোগ্য ও কলম সৈনিক তৈরি করা। কুফর , শিরক, বিদ’আত নিরসনে ও সকল প্রকার বাতিলের মূলুৎপাটনের উদ্দেশ্যে ছাত্রদের যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট