প্রিয় সুধী,
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ; আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামিয়া মিফতাহুল উলুম ধন্যপুর মাদরাসার সাবিক উন্নয়নের জন্য ৩১৩ সদস্য বিশিষ্ঠ আজীবন সদস্য করা হচ্ছে। যারা এই মহতি কাজে সদস্য গ্রহন করেননি তাদের সকলের নিকট আকুল আবেদন, আজীবন বদরী সদস্য হিসাবে আপনার বা পরিবারের সদস্য পরিচিত জনের নাম অর্ন্তভুক্ত করে একটি দ্ধীনি প্রতিষ্ঠানের সাথে নিজকে জড়িত করে দ্ধীনি শিক্ষার পথকে সুগম করুন।
দোয়া ও শুভকামনা রইল।
ধন্যবাদান্তে