সাম্প্রতিক নোটিশ

জামিয়ার পরিচিতি

জামিয়ার পরিচিতি

 

একটি আদর্শ জাতি গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। সভ্য ও সুশীল সমাজ বিনির্মাণে দরকার সার্বজনীন শিক্ষার ব্যবস্থা। মহান আল্লাহ প্রদত্ত¡ ইলমেওহী ভিত্তিক দীনি শিক্ষা ব্যবস্থাই হল সার্বজনীন ও আদর্শ শিক্ষা ব্যবস্থা। সময়ের এ পরম বাস্তবতাকে উপলদ্বি করে ১৯৮২ ঈষায়ী মোতাবেক ১৪০৩ হিজরী সালে প্রতিষ্ঠিত হয় জামিয়া মিফতাহুল উলুম (ধন্যপুর মাদরাসা) এটি বাংলাদেশর দক্ষিণ অঞ্চল নোয়াখালীর বৃহৎ আরবী শিক্ষা প্রতিষ্ঠান। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা-বিশ্বাসে অটল থেকে দ্বীনী শিক্ষা বিস্তার, দ্বীনের হিফাযত ও প্রচার-প্রসার, শিরক-বিদয়াত ও সন্ত্রাসী কর্ম-কাÐের মূলোৎপাটন এবং আদর্শ নাগরিক তৈরীর দৃঢ় প্রত্যয় নিয়ে গড়ে উঠে এ জামিয়া, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বর্তমান পর্যন্ত অতিক্রম করে চলছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামিয়া মিফতাহুল উলুম (ধন্যপুর মাদরাসা) তার মহান লক্ষ অর্জনে সুখ্যাতি ও কৃতিত্বের সাক্ষর রেখে চলছে দেশ-বিদেশে। মহান রাব্বুল আলামীনের ফজল ও করমে জামিয়ার উত্তরোত্তর উন্নতি অগ্রগতি ও সুনাম অর্জনে অবিজ্ঞ, বিচক্ষণ পরিচালক হাফেজ আনছার উদ্দীন সাহেব দা.বা. ও শিক্ষক মন্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং দেশ-বিদেশের দ্বীন দরদী দানশীল ও ইসলাম প্রিয় ভাই-বোনদের সার্বিক সহযোগিতা বিশেষ ভাবে স্মরণীয়।

ভৌগলিক অবস্থান : নোয়াখালী জেলার প্রাণ কেন্দ্র মাইজদী কোর্ট থেকে পূর্বে কাশেম বাজার সংলগ্ন ধন্যপুর মাদরাসা। সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যের ক্রোড়ে অবস্থিত জামিয়া স্বমহিমায় উদ্ভাসিত । চার দিকে গাছপালা বেষ্টিত সবুজের ছায়াঘেরা শান্ত-শীতল পরিবেশে জামিয়ার দৃষ্টি নন্দন সুউচ্চ মিনার ও সু-দর্শন ভবন গুলো। মাইজদী ম্যাজিষ্ট্রেট কোর্ট থেকে পূর্ব দিকে সদর পূর্বাঞ্চল সড়ক সংলগ্ন বাম পাশেই তিন তলা বিশিষ্ট শিক্ষা ভবন ও ছাত্রাবাস রয়েছে। আরো রয়েছে বৃহৎ দৃষ্টিনান্দনিক মসজিদ। এবং প্রতিটি ভবনের নির্মাণ কাঠামোতে ফুটে উঠেছে আধুনিক ইসলামী স্থাপত্য শৈলী। যা দর্শক দেখা মাত্রই সৌন্দর্যে বিমুগ্ধ করে।

নাম জামিয়া মিফতাহুল উলুম ধন্যপুর (ইসলামী বিশ্ববিদ্যালয় ও মাদরাসা) প্রতিষ্ঠাতা শাইখুল হাদীস আলহাজ্ব হা. মাও. আনছার উদ্দীন সাহেব দা.বা. এবং নাম করণ করেন যুগ শ্রেষ্ঠ ওলীয়ে কামেল হযরত মাও. হাফেজ্জী হুজুর রহ.

জামিয়ার লক্ষ উদ্দেশ্য কুরআন ও হাদীসের সর্বোচ্চ শিক্ষার মাধ্যমে সাহাবোয়ে কেরামের নমুনায় ও সালফে সালেহীনদের প্রদাঙ্ক অনুযায়ী খোদাভীরু একদল যুগপযেকগী সচেতন হক্কানী আলেম হিসাবে গড়ে তোলা ।
তা’লিম ও ত্বারবীয়তের মাধ্যমে ছাত্রদেরকে দ্বীনদার দেশপ্রেমিক ও দেশ গড়া ও মানবজাতির কল্যানে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা।
দাওয়াতের মাধ্যমে সমাজের সর্বস্তরে পূর্ণদ্বীন বাস্তবায়ন ও মুসলিম উম্মাহর হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা।
মাতৃভাষা চর্চায় ও সাহিত্যের ময়দানে একদল দূর্বার ,যোগ্য ও কলম সৈনিক তৈরি করা।
কুফর , শিরক, বিদ’আত নিরসনে ও সকল প্রকার বাতিলের মূলুৎপাটনের উদ্দেশ্যে ছাত্রদের যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা।

জামিয়ার পাঠ্যসূচী

 ইলমে আকাইদ বা উসুলে আকাইদ
 ইলমে তাফসীর ও উসূলে তাফসীর
 ইলমে হাদীস ও উসূলে হাদীস
 ইলমে ফিকাহ ও উসূলে ফিকাহ
 ইলমে ফারায়েয বা উত্তরাধিকারী সম্পদ বন্টন বিদ্যা
 ইলমে ফাতওয়া বা ইসলামী আইন শাস্ত্র ইলমে তাজবিদ
 ইলমে আদব বা আরবী , বাংলা, উর্দু , ফার্সী সাহিত্য

 ইলমে হাইয়াত বা সৌর বিজ্ঞান শাস্ত্র
 ইলমে মানতিক ও ফালসাফা বা যুক্তি বিদ্যা ও দর্শণ শাস্ত্র
 ইলমে বালাগাত বাভাষা অলংকার শাস্ত্র
 ইলমে আরুয বা ছন্দ শাস্ত্র
 ইলমে নাহু বা বাক্য গঠন বিধি
 ইলমে ছরফ বা শব্দ প্রকরণ বৈষয়িক বিদ্যা বা বাংলা, গণিত, ইংরেজী, ভ’গোল, ইতিহাস, পৌর বিজ্ঞান প্রভৃতি।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট